আশরাফুল ইসলাম সবুজ:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-১ আসনে কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন এর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে এবং জনসমর্থন বাড়াতে গণসংযোগ শুরু করেছেন নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নবীপুর বালুয়াঘাট বাজার থেকে কর্মসূচি শুরু হয় এবং বিকেলে দিলারপুর বাজার গিয়ে শেষ হয়। নরসিংদী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন এর নেতৃত্বে প্রথম দিনের গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন নজরপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শাহিন মেম্বার,ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি
ইসমাইল হোসেন বাদল, নরসিংদী সদর থানা বিএনপি’র সহ-সভাপতি সামসু মেম্বারসহ গণসংযোগ কর্মসূচিতে ইউনিয়ন ও সদর থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন,এ ধরনের কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে ধানের শীষের প্রতি সমর্থন আরও বাড়াবে।
নরসিংদী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে খায়রুল কবির খোকন ভাইকে ভোট দিবেন এবং বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করাবেন। এমনটি আপনাদের কাছে আমি প্রত্যাশা করি ইনশাআল্লাহ।