৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:৫৫| শরৎকাল|
শিরোনাম:
রায়পুরায় সরকারি সহযোগিতায় প্রতিবন্ধীসহ অস্বচ্ছল ৩ জনের স্বাবলম্বিতার সূচনা বিএনপিতে কোনো চাঁদাবাজ ছিনতাইকারীর স্থান নেই- ইঞ্জিনিয়ার আশরাফ নরসিংদী জেলা সাতাঁর প্রতিযোগিতায় সাফল্যে অর্জন করেছে- দুই শিক্ষার্থী বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণে নরসিংদী প্রেস ফোরাম রায়পুরায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে ছুড়িকাঘাতের অভিযোগ রায়পুরায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির মতবিনিময় সভা রায়পুরায় ছাত্রদলের কমিটিতে পদবঞ্চিতদের বিক্ষোভ ও সংবাদ সম্মেলন রায়পুরায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথ সভা কেন্দ্রয়ীয় বিএনপি নেতা আশরাফকে অবাঞ্ছিত ঘোষনা করে একই মঞ্চে ৬ মনোনয়ন প্রত্যাশী আজ সাংবাদিক অজয় সাহার জন্মদিন

ট্রেনের ইঞ্জিনের নিচে ঝুলে ১৯০ কিমি ভ্রমণ!

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ২২, ২০২২,

ভারতে একটি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের নিচে ঝুলে এক যুবক ১৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।

রোববার রাতে রাজগীর স্টেশন থেকে রওনা হয়েছিল সারনাথ বুদ্ধপূর্ণিমা এক্সপ্রেস ট্রেনটি। সোমবার ভোর ৪টার দিকে গয়া স্টেশনে পৌঁছায় এটি।

তখন ওই যুবকের ঝুলে থাকার বিষয়টি চোখে পড়ে চালকের। গয়া স্টেশনে ট্রেন থামতেই ইঞ্জিনের নিচ থেকে কাতর আর্তনাদ শুনতে পেয়েছিলেন চালক।

ইঞ্জিনের নিচে উঁকি মারতেই এক যুবককে দেখে চমকে ওঠেন তিনি। তাড়াতাড়ি রেলপুলিশ এবং স্টেশনমাস্টারকে খবর দেন। তার পর যুবককে উদ্ধার করা হয়।
প্ল্যাটফরমে টেনে তুলতেই সেখান থেকে সোজা দৌড়ে পালান সেই যুবক।

কিন্তু কীভাবে ইঞ্জিনের নিচে ঢুকলেন যুবক? কোথা থেকেই বা উঠেছিলেন? যে বিষয়টিতে রেলকর্মীরা সবচেয়ে আশ্চর্য হয়েছেন, ইঞ্জিনের নিচে প্রায় ১২ ঘণ্টা ধরে কীভাবে শুয়ে থাকলেন ওই যুবক?

তাদের মতে, যে অবস্থায় যুবকটিকে উদ্ধার করা হয়েছে, ওখানে ওই ভাবে শুয়ে থাকলে কারোই বাঁচা সম্ভব নয়। কিন্তু কীভাবে এই যুবক বেঁচে গেলেন সেটাই স্তম্ভিত করেছে গয়া স্টেশনের রেলকর্মীদের।

রেলসূত্র জানায়, সারনাথ বুদ্ধপূর্ণিমা এক্সপ্রেস রাজগীর থেকে গয়ার মধ্যে ৬টি স্টেশনে দাঁড়ায়। কোথাও ২ মিনিট, কোথাও আবার ১০ মিনিট।

রেল কর্তৃপক্ষের দাবি, এই সময়ের মধ্যে কারও পক্ষে ইঞ্জিনের তলায় গিয়ে আশ্রয় নেওয়া সম্ভব নয়। রেলকর্মীদের অনুমান, রাজগীরে থেকেই যুবক ট্রেনে উঠেছেন।

যুবকটির পরিচয় জানা যায়নি। তবে তিনি মানসিক ভারসাম্যহীন বলেই ধারণা রেলপুলিশের।

সূত্রঃ যুগান্তর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...