খন্দকার শাহ নেওয়াজ:
‘রান ফর বাংলাদেশ, রান ফর হেলথ’ স্লোগানে নরসিংদীর রায়পুরায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিকমানের ম্যারাথন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় দেশ-বিদেশের ৭শতাধিক দৌড়বিদ অংশগ্রহণ করবেন। রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে ৪টি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত ৭শতাধিক নারী-পুরুষ দৌড়বিদ অংশ নিবেন।
বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে RAIPURA MARATHON MEET THE PRESS অনুষ্ঠানের মাধ্যমে এসব তথ্য জানান ম্যারাথনের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা ও রায়পুরা রানার্স কমিউনিটির পরিচালক সবুক সিকদার ম্যারাথনের আয়োজকরা জানান, গত বছরের মতো এবারও রায়পুরায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মানের ম্যারাথন। বাংলাদেশের বুকে রায়পুরাকে ব্র্যান্ডিং করতে বৃহৎ এই প্রচেষ্টা। আগামী ৩ অক্টোবরের এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এবার আয়োজনে অংশ নিচ্ছে ৪২ কি. মি দৌড়ে ১৮০জন, ২১ কি. মি দৌড়ে ১৮৫ জন, ১০ কি. মি. দৌড়ে ৩৫০ জন নারী-পুরুষ দেশি-বিদেশী দৌড়বিদ এবং ৩০জন শিশু ৫০০ মিটার দৌড়ে অংশ গ্রহন করবে।
ম্যারাথনের দিন নরসিংদী-রায়পুরা আন্তঃজেলা সড়কের নির্ধারিত এলাকা পর্যন্ত দৌড়বিদদের জন্য প্রয়োজনীয় সাজসজ্জাসহ প্রস্তুত করা হবে। এতে ২ শতাধিক স্বেচ্ছাসেবক, পুলিশ, আনসার সদস্য, গ্রামপুলিশ সহ আইশৃঙ্খলা বাহিনীর দেড়শতাধিক সদস্য সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এছাড়াও একটি অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম চিকিৎসাসেবা দেবেন। পরে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। এর আগের দিন ২ অক্টোবর সন্ধ্যায় ম্যারাথন উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।