২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৬ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি| রাত ২:২৩| শরৎকাল|
শিরোনাম:
বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান শমসের জামান ভুঁইয়া আর নেই রায়পুরার মেয়ে নাফিসার স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন রায়পুরায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাত’শ দৌড়বিদের অংশগ্রহনে সমাপ্ত হলো রায়পুরা ম্যারাথন হাসিনার বুলেট ও পাকিস্তানী হায়েনাদের বুলেট হিন্দু-মুসুলমানকে আলাদা করতে পারেনি- কেন্দ্রীয় নেতা শ্যামল রায়পুরা ম্যারাথনে অংশগ্রহন করবেন ৭শতাধিক দৌড়বিদ রায়পুরায় দিনব্যাপী চর আড়ালিয়া ইউনিয়ন বিএনপি’র নৌকা ভ্রমণ মনোনয়নের মাপকাঠি আওয়ামীলীগের সাথে আঁতাত করে নিজেকে নিরাপদ রাখা নয়- বিদ্যুৎ ৪ দিনেও মিলেনি সাংবাদিক পুত্র নাহিদের খোঁজ খায়রুল কবির খোকন এর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ

সাত’শ দৌড়বিদের অংশগ্রহনে সমাপ্ত হলো রায়পুরা ম্যারাথন

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ৪, ২০২৫,

খন্দকার শাহ নেওয়াজ:
“রান ফর বাংলাদেশ, রান ফর হেলথ’ স্লোগানে নরসিংদীর রায়পুরায় আবারও ইতিহাসের সবচেয়ে বেশি দেশ–বিদেশের ৭শতাধিক দৌড়বিদের অংশ গ্রহণে সমাপ্ত হলো আন্তর্জাতিকমানের ‘রায়পুরা ম্যারাথন’ প্রতিযোগিতা।
শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫ টায় উপজেলা চত্বরে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়।
উপজেলা চত্বরে বেলা ১১ টায় থেকে অংশ গ্রহণকারী ও বিজয়ীদের মাঝে ক্রেস্ট মেডেল সম্মাননা স্মারক সনদ বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপি আরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন (এনডিসি)।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম), সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর, রায়পুরা ম্যারাথনের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা, রায়পুরা ম্যারাথনের স্পন্সর ওয়াটসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ আরো অনেকে।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, “এই আয়োজন শুধু রায়পুরা নয়, পুরো বাংলাদেশের জন্যই এক গর্বের বিষয়। আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার মাধ্যমে রায়পুরা বিশ্ব দরবারে নিজের অবস্থানকে আরও শক্ত করবে।”
আয়োজক কমিটি প্রধান সবুজ সিকদার বলেন, বাংলাদেশের বুকে রায়পুরাকে ব্র্যান্ডিং করতে বৃহৎ আয়োজন। গত বছরের মতো এবারও রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে আন্তর্জাতিক মানের ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিযোগিতায় ৪টি ক্যাটাগরিতে ৪২ কি. মি দৌড়ে ১৮০জন, ২১ কি. মি দৌড়ে ১৮৫ জন, ১০ কি. মি. দৌড়ে ৩৫০ জন নারী-পুরুষ দেশি-বিদেশী দৌড়বিদ এবং ৩০জন শিশু ৫০০ মিটার দৌড়ে শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত ৭শতাধিক নারী-পুরুষ দৌড়বিদ অংশ নেন।
নরসিংদী- রায়পুরা আঞ্চলিক সড়কে গ্রামের মেঠো পথ ধরে হালকা কুয়াশায় আর সুন্দর গ্রামীণ প্রকৃতির মাঝে দৌড়বিদরা দৌড় শুরু করেন। আয়োজনকে ঘিরে সড়ক জোরে ব্যাপক দর্শক ছিলো চোখে পড়ার মতো। ভোর ৪টা থেকে বেলা ১২ পর্যন্ত নরসিংদী–রায়পুরা আন্তঃজেলা সড়কের নির্ধারিত এলাকা যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এ আয়োজনে ২ শতাধিক স্বেচ্ছাসেবক, ৪২ জন পুলিশ, আনসার সদস্য, গ্রামপুলিশ সহ আইশৃঙ্খলা বাহিনীর দেড়শতাধিক সদস্য সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল। এছাড়াও ছিল একটি অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম চিকিৎসাসেবা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...