নিজস্ব প্রতিবেদক:
২০২৪ এর গণঅভ্যুথানে হাসিনার বুলেট হিন্দু মুসলমানকে আলাদা করেনি, ৭১ এর মহান মুক্তিযুদ্ধও পাকিস্তানী হায়েনাদের বুলেট হিন্দু মুসুলমানকে আলাদা করেনি। অতএব এই ভূখন্ডের ভিতর আমরা যারা আছি আমরা সবাই এক, আমাদের শরীরে এক রক্ত লাল, সেহেতু আমাদের ভিতর কোন বিভাজন থাকা উচিত না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ফিলোসফিতে বিশ্বাস করি এবং বিশ্বাস করি বলেই সারা বাংলাদেশে আমাদের জাতীয়তাবাদী দলের প্রত্যকটি কর্মী আজকে হিন্দু সম্প্রদায়ের ভাইদের এই পূজামন্ডপগুলোতে সর্বাত্বকভাবে সহযোগিতা করছে এবং তারই ধারাবাহিকতায় আজকে রায়পুরা পৌরসভায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করছি।
মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর রায়পুরা পৌর এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুদান বিতরণকালে এসব কথা বলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
তিনি আরো বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়েছেন বাংলাদেশী জাতীয়তাবাদ। আমরা ধর্ম, বর্ণ, গুত্র নির্বিশেষে আমরা এদেশের নাগরিক। আমরা সবাই সকল সুযোগ-সুবিধা সমান ভাবে ভোগ করবো। এটা হলো আমাদের অধিকার। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যালুগু, সংখ্যা গুরু এ তত্ত্বে বিশ্বাস করে না। সবাই আমরা বিশ্বাস করি আমরা বাংলাদেশী। আপনি আমি সবাই আমরা সমান।
তিনি আরো বলেন, আমি এসেছি আমার নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আমি এসেছি আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অতীতেও হিন্দু সম্প্রদায়ের ভাইদের পাশে ছিলাম, বর্তমানেও আছি, ভবিষতেও আমরা আপনাদের পাশে আছি।
স্থানীয়রা জানান, বিভিন্ন পূজামণ্ডপে বিএনপি নেতা শ্যামলের পরিদর্শনে ভক্তরা স্বতঃস্ফূর্তভাবে তাকে অভ্যর্থনা জানিয়েছেন এবং অনুদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বলেন, শ্যামল সাহেবের এ উদ্যোগ আমাদের উৎসবকে আরও বর্ণিল করেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই এই সফরের বড় অর্জন।
এসময় অনুষ্ঠানে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।